ছবি সংগ্রহ করা হয়েছে unsplash.com থেকে

লজ্জাস্থান, গোপন অঙ্গ এবং মিথ

King Rayhan
2 min readJan 19, 2021

--

আমাদের গুপন অঙ্গ আসলে কী? সেগুলি উন্মুক্ত হয়ে গেলে কেন আমরা লজ্জাবোদ করি?

গোপন অঙ্গ আবার নারী পুরুষ বেদে ভিন্ন কেন? কেন একজন পুরিষের জন্যে তার বক্ষদেশ উপস্থাপন করা লজ্জাজনক নয়? একজন নারীর জন্যেই কেন তার বক্ষদেশ উন্মুক্ত করা লজ্জাজনক? আর আমরা পুরুষরা কেনইবা কাপড়ের ভেতর থেকে একগুচ্ছ মাংস পিন্ড দেখে উত্তেজনা অনুভব করি?

আমি যা মনে করি সেটা হচ্ছে: আমি কোন জিনিসকে সুন্দর বলব, কোন জিনিসকে অসুন্দর বলব, কোন অর্জনকে গৌরবময় মনে করব এমন কি, কী দেখে উত্তেজনা অনুভব করব তা সবই আমাদের সভ্যতা এবং সমাজ ঠিক করে দেয়। ইউভাল নোয়া হারারীর সেপিয়েন্স বইয়ে একটি কথা ছিল তা হচ্ছে প্রকৃতির কাছে হোমোস্যাপিয়েন্স এর কোন আলাদা কোন গুরুত্ব নেই, সবাই ট্রায়াল এবং ইরর এর মধ্য দিয়ে যায় এবং এইভাবেই পরিবেশের সাথে তাল মিলিয়ে নিজের বিকাশ ঘটায়।

তারমানে আমি এটাই বুঝতেছি আমি কী দেখে বা দেখাতে লজ্জাবোধ করি, কী দেখে আকর্ষন বা যৌন উত্তেজনা অনুভব করি সেটা আসলে সমাজই আমাকে ঠিক করে দেয়। ঠিক যেমনভাবে সমাজ আমাকে শিখিয়েছে একখন্ড লোহা, একখন্ড সোনা অপেক্ষা খুবই তুচ্ছ। সোনার একটি বিস্কুট দেখলে আমাদের অনেকের চোখ আলোকিত হয়ে উঠে কিন্তু হাজার হাজার টন লোহা আমাদের চোখের সামনে রাস্তা ঘাটে পরেও যদি থাকে তাতে আমাদের কিছু যায় আসেনা। কিন্তু প্রকৃতির কাছে কিন্তু সোনা এবং লোহা দুটুই কেবলমাত্র ধাতব পদার্থ, প্রকৃতির কাছে কোন বিশেষ ধাতুর বিশেষ কোন মর্যাদা নেই।

সময়, অর্থমুল্য, আকর্ষন সহ সবই মিথ। সবই আমরা ধরে নেই। কোন কিছুরই পরমতা নেই।

মাঝে মাঝে আমার মনে এমন ভাবনা আসে, যদি এমন হতো মেয়েদের স্তন জুগল বক্ষদেশে না হয় দুই হাতের দুই পাশে থাকতো? তখনও কি আমার মত পুরুষেরা তা দেখে আকর্ষন অনুভব করতো? তখনও কী নারীদেরকে তাদের সোল্ডারের দুইপাশে বেড়ে উঠা মাংসকে অতি যত্নসহকারে ডেকে রাখতে হতো?

এর উত্তর হচ্ছে সেটা কেবলমাত্র সমাজই ঠিক করে দিতে পারে। সমাজ যদি ঠিক করে দিত এটি তোমার একটি গোপন অঙ্গ তবে সেটি তার জন্যে একটি গোপন অঙ্গে পরিনত হত। এমনকি সমাজ যদি ঠিক করে দিত আমাদের হাতের আঙ্গুল আমাদের জন্যে একটি গোপন অঙ্গ তবে সেটি খোলা রাখতেও আমরা খুব লজ্জা অনুভব করতাম।

এমনকি সমাজ যদি ঠিক করে না দিত, তবে যৌন সঙ্গম করা কোন উপভোগ্য বিষয় হত না বরং সেটি মানব জন্মদানের একটি সাভাবিক কার্যপ্রনালী হিসেবে বিবেচনা করা হত। আমরা যেভাবে খাদ্যগ্রহণ করি, মল এবং বায়ু ত্যাগ করি ঠিক তেমনি যৌন সঙ্গমও একটি সাভাবিক কার্যক্রীয়া হিসেবে বিবেচিত হত।

--

--

No responses yet